‘ভালো গল্পের ও চরিত্র নির্ভর সিনেমায় অভিনয় করতে চাই’ : রব মেঘ
ছোটবেলা থেকেই প্রতিভা অন্বেষণভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু করেছেন মডেল ও অভিনেতা রব মেঘ। কিন্তু মিডিয়ায় কাজের ধারাবাহিকতা রক্ষা করার বিপরীতে মাঝে মাঝে ঘটে ছন্দপতন। কেন ঘটে সেই ছন্দ পতন এবং নিজের মিডিয়া ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার মুঠোফোনে ট্রেন্ডিরিডারডটকমের তানজিল আহমেদ জনি এর সঙ্গে এক আড্ডায় মেতে উঠেছিলেন এই সুদর্শন তরুন।
ট্রেন্ডিরিডারডটকম: ২০০৯ সালে অনুষ্ঠিত ‘সুপার হিরো সুপার হিরোইন’ এর মত প্রতিভা অন্বেষণভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তীতে মিডিয়ায় আপনি অনিয়মিত ছিলেন কেন?
রব মেঘ: প্রতিযোগী হিসেবে আমি ‘সুপার হিরো সুপার হিরোইন’ অন্বেষণভিত্তিক প্রতিযোগিতার সিলেকশন রাউন্ডে ছিলাম। কিন্তু সেই সময়ে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বের সঙ্গে এই প্রতিযোগিতার সিডিউল কোন ভাবেই সম্বনয় সাধন করা হয়ে উঠছিলো না। তাই সেই প্রতিযোগীতা থেকে সরে যাই। পরবর্তীতে ব্যক্তিগত কারণে পড়ালেখার উপর একটু বেশি গুরুত্ব দেওয়ার কারণে মিডিয়ায় পড়ালেখার পাশাপাশি টুকটাক কিছু কাজ করেছিলাম। মূলত এই কারণেই মিডিয়ায় কাজের ক্ষেত্রে আমার ছন্দপতন ঘটেছিলো।
ট্রেন্ডিরিডারডটকম: পরবর্তীতে ২০১৩ সালে একটি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিং করার পর থেকে আপনাকে শুধুমাত্র মডেলিংয়ে নিয়মিত দেখা যাচ্ছে। তাহলে আপনি কি মডেলিংকেই বেশি প্রাধান্য দিচ্ছেন?
রব মেঘ: বিষয়টি আসলে কাকতালীয়। কারণ আমার কাছে যতগুলো টেলিভিশন বিজ্ঞাপনের কাজ আসে প্রতিটি কাজের বাজেট খুব ভালো হয়। একই সঙ্গে প্রতিটি কাজের টিমটাগুলোও বেশ স্মার্ট হয়। সবদিক থেকে মিলে যাওয়ার কারণেই বিজ্ঞাপনের মডেলিংয়ের আমাকে নিয়মিত পাওয়া যাচ্ছে।
ট্রেন্ডিরিডারডটকম: ‘ট্যালেন্ট হান্ট ২০১৫’, ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ ইত্যাদি বিভিন্ন প্রতিভা অন্বেষণভিত্তিক প্রতিযোগিতায় আপনি নিয়মিত অংশগ্রহণ করেন। আপনি কি নিজেকে প্রতি মূর্হুত প্রতিয়োগীতায় ফেলতে পছন্দ করেন?
রব মেঘ: আমি যদি অন্যের সঙ্গে ভালো কাজ করার জন্য প্রতিযোগীতা না করি তাহলে আমি কিভাবে বুঝবো আমার মেধা ও অধ্যাবসায়ের মাধ্যমে আমি নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি। যখন আমি প্রতিযোগীতা করতে গিয়ে কোথাও বাধাগ্রস্ত হবো তখনই সেই বাধা কাটিয়ে উঠার জন্য আমার কি করা প্রয়োজন আমি সেটা বুঝতে পারবো। যা আমার ক্যারিয়ারের ভিত্তি মজবুত করার ক্ষেত্রে আরো সহায়ক হবে।
ট্রেন্ডিরিডারডটকম: ২০০৩ সালে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত ‘শাপলা কুড়ি’ প্রতিভা অন্বেষণভিত্তিক প্রতিযোগিতায় আপনি দলীয় অভিনয়ে সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। কিন্তু পরবর্তীতে আপনাকে অভিনয়ে নিয়মিত পাওয়া গেলো না কেন?
রব মেঘ: আমি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হলেও আমার জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে আমার পড়ালেখা। পরবর্তীতে আমার পড়ালেখার পাঠ চুকিয়ে আমি মিডিয়া ক্যারিয়ারে মনোনিবেশ করি। কিন্তু আমি সবসময় গড়পড়তা কাজের তুলনায় মানসম্মত কাজগুলো করতেই বেশি পছন্দ করি। তাই নাটকে আমার উপস্থিতি ঘটনাক্রমে খুবই কম।
ট্রেন্ডিরিডারডটকম: র্যাম্প মডেলিং, টেলিভিশন বিজ্ঞাপনে মডেলিং, ফটোশুট ও অভিনয় এই চারটির মধ্যে আপনি কোথায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
রব মেঘ: আমি অভিনয় করতেই সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে সবচেয়ে ভালোলাগার জায়গা ফটোশুট। কারণ এখানে নিজেকে প্রাধান্য দিয়ে কাজ করা যায়। কিন্তু আমি কৌশলগত কারণে এই চার মাধ্যমেই কাজের মাধ্যমে একটা সম্বনয় সাধন করে চলছি।
ট্রেন্ডিরিডারডটকম: আপনার কৌশলগত কারণকেই যদি বেশি গুরুত্ব দেই, তাহলে কি ইউটিউবে একক অভিনয়ের উপর কনটেন্ট নির্মাণ করাটাও কি আপনার কৌশলগত কারণেরই অংশ?
রব মেঘ: ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে ইউটিউবের নিজস্ব কমিউনিটি গাইডলাইন অনুসরণ করে যে কোন ব্যক্তি যে কোন কনটেন্ট নির্মাণ করতে পারেন। আমি ছোটবেলা থেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে কাজের ব্যস্ততার কারণে আমার থিয়েটারে নিয়মিত কাজ করার সুযোগ হয়ে উঠছে না। কিন্তু যেহেতু আমার মনের ভিতরে অভিনয় করার একটা খিদে রয়েছে, তাই আমি সময় পেলেই আমার একক অভিনয়ের কনটেন্ট নির্মাণ করে ইউটিউবে আপলোড দেই।
ট্রেন্ডিরিডারডটকম: সিনেমায় অভিনয় করছেন না কেন?
রব মেঘ: বর্তমানে আমাদের ঢাকাই সিনেমা ওল্ড ওয়েভ এবং নিউ ওয়েভ এই দুই অবস্থার মধ্যে রয়েছে। আমি নিয়মিত ভালো গল্পের ও চরিত্র নির্ভর সিনেমায় অভিনয় করতে চাই। তাই আমার মত যারা সিনেমায় চরিত্র নির্ভর কাজ করতে চায় তাদের জন্য কাজ করার মত সিনেমা এখনও খুব বেশি নির্মাণ হচ্ছে না। যদিও আমাদের ঢাকাই সিনেমায় অনেক মেধাবী প্রবীন ও নবীন নির্মাতারা আছেন। তবে মাঝে মাঝে যেসব সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই, সেগুলোর জন্য আমি কোনোভাবেই উপযুক্ত না। তাই সিনেমার রুপালি পর্দায় এখনো আমার নাম লেখাতে পারছি না।
ট্রেন্ডিরিডারডটকম: এ সময়ের ব্যস্ততা
রব মেঘ: বর্তমানে বেশ কিছু ওটিটি প্লাটফর্মের ওয়েব সিরিজের জন্য কাজ করছি। আর নিয়মিত ফটোশুট এবং জিমে যাওয়া তো রয়েছেই।
ছবি সংগ্রহ: ফেইসবুক
তানজিল আহমেদ জনি/ জন / বিনোদন / ১৫ অক্টোবর ২০২১