‘বিকল্পধারার সিনেমাতে অভিনয় করতে বেশি আগ্রহী’ : সিনি সিগ্ধা
মিডিয়া ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্মত কাজ উপহার দেওয়ার মাধ্যমে রুচিশীল দর্শকদের কাছে পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী সিনি সিগ্ধা। ইতোমধ্যে তার অভিনীত ‘মন্টু মিয়ার হানিমুন’, ‘প্রতিবেশী’ সহ আরো বেশ কিছু কনটেন্ট অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে। মঙ্গলবার রাতে মুঠোফোনে মিডিয়া ক্যারিয়ার ও নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ট্রেন্ডিরিডারডটকমের তানজিল আহমেদ জনি এর সঙ্গে এক আড্ডায় মেতে উঠেছিলেন এই লাস্যময়ী সুন্দরী।
ট্রেন্ডিরিডারডটকম: এই সময়ের ব্যস্ততা কি নিয়ে কাটছে?
সিনি সিগ্ধা: টেলিভিশন ফিকশন কিংবা ওয়েব সিরিজের অভিনয়ের প্রস্তাব নিয়মিতই আসছে। এছাড়াও মিউজিক ভিডিওতে মডেলিংয়ের প্রস্তাবও আসছে। কিন্তু বর্তমানে আমি এগুলোর বাহিরে গিয়ে কৌশলগত কারণে নিয়মিত ফটোশুটে একটু বেশি সময় দিচ্ছি।
ট্রেন্ডিরিডারডটকম: আপনাকে মিউজিক ভিডিওয়ের মডেলিংয়ে খুব বেশি নিয়মিত দেখা যায় না কেন?
সিনি সিগ্ধা: আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী নই। মানসম্মত কাজ করতেই আমি বেশি আগ্রহী। সংখ্যার হিসেবে হোক তা হাতে গোনা মাত্র কয়েকটি। ইউটিউবের বিভিন্ন চ্যানেলের গানের মিউজিক ভিডিওয়ে মডেলিংয়ের জন্য আমার কাছে প্রতিদিন অনেক কাজের প্রস্তাব আসে। আমি যদি সেই প্রস্তাবগুলোর অর্ধেক কাজও করি তাহলে ইউটিউবে মিউজিক ভিডিওয়ের মডেলিংয়ে আমার অবস্থান থাকবে শীর্ষে। শুধু তাই নয়, আর্থিকভাবেও আমি অনেক বেশি লাভবান হবো। কিন্তু আমি সেই কাজগুলো করছি না। কারণ আমি মানসম্মত কাজ করতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি। আমি চাই আমার ভক্তরা ও রুচিশীল দর্শকরা আমার ভালোমানের কনটেন্টগুলোই উপভোগ করুক।
ট্রেন্ডিরিডারডটকম: তাহলে নাটকে কেন অনিয়মিত কিংবা ওয়েব সিরিজে কেন অনুপস্থিত?
সিনি সিগ্ধা: আমার কাছে যে গল্পগুলো আসে কেন জানি আমি সেই গল্পগুলোতে আমার অভিনয়ের জায়গটা খুঁজে পাই না। অভিনয় করলাম, টাকা উর্পাজন করলাম; আমি এমনটা করতে পারবো না। যে কনটেন্টে কাজ করলে আমার রুচিশীল কাজ করার খিদে কিছুটা হলে মিটবে আমি সেই সব কনটেন্টে কাজের সন্ধানে আছি।
ট্রেন্ডিরিডারডটকম: সিনেমায় কবে নাগাদ পাচ্ছি?
সিনি সিগ্ধা: মিডিয়া ক্যারিয়ারের শুরু থেকেই আমার সিনেমায় অভিনয় করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমার হাতে বেশ কিছু সিনেমার প্রস্তাব রয়েছে। সিনেমায় অভিনয়ের জন্য যে ধরনের প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতির কাজগুলো করছি। যখন মনে হবে আমি প্রস্তুত তখনই আমার দর্শকরা আমাকে সিনেমায় দেখতে পাবেন।
ট্রেন্ডিরিডারডটকম: বাণিজ্যিক নাকি বিকল্পধারার কোন ঘরানার সিনেমায় নিজেকে দেখতে চান?
সিনি সিগ্ধা: আমার কাছে সিনেমা মানে সিনেমা। তবে নিজের পছন্দের জায়গা থেকে যদি বলি তাহলে আমি বিকল্পধারার সিনেমাতে অভিনয় করতে বেশি আগ্রহী।
ট্রেন্ডিরিডারডটকম: রোমান্টিক দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপনার অভিমত জানতে চাই
সিনি সিগ্ধা: গল্পের প্রয়োজনে যে কোন ধরনের রোমান্টিক দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে আমার দিক থেকে কোন আপত্তি নেই। তবে আমি রোমান্টিক দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে চাই না। কারণ শিশু কিংবা তরুণ প্রজন্মের দর্শকদের উপর কোন ধরণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কোন ধরনের রোমান্টিক দৃশ্যে আমি কখনোই অভিনয় করতে চাই না। অন্যদিকে আমার অভিনীত যে কনটেন্ট আমার পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবো না, আমি সেই ধরনের কনটেন্টেও কখনো অভিনয় করবো না।
ট্রেন্ডিরিডারডটকম: একজন দর্শক হিসেবে আপনি অর্ন্তজালে কোন ধরণের কনটেন্ট উপভোগ করতে চান?
সিনি সিগ্ধা: বাংলাদেশে একটি সময় ছিলো যখন পরিবারের সবাই মিলে টেলিভিশনের অনুষ্ঠান উপভোগ করতাম। কারণ সেই সময় প্রতিটি কনটেন্ট ছিলো অত্যন্ত মানসম্মত। যা সকল বয়সের দর্শকদের কথা বিবেচনা করেই নির্মাণ করা হত। ইনফেক্ট আপনি যদি মঞ্চ নাটকের দিকে দেখেন সেখানেও এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। যদিও আমরা এখন গ্লোবাল ভিলেজে রয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের দেশের নিজস্ব একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আছে। তাই অর্ন্তজালে সেই ধরণের কনটেন্ট উপভোগ করতে চাই যা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যায়।
ট্রেন্ডিরিডারডটকম: গণমাধ্যমের সঙ্গে আপনার দূরত্ব কাজ করে কেন?
সিনি সিগ্ধা: আমি স্রোতের বিপরীতে চলা একজন মানুষ। আমি সবসময় আমাকে ঘিরে থাকতেই বেশি ভালোবাসি। আমার নিজস্ব একটা দুনিয়া আছে। যেখানে আমার সবকিছু আমার নিজের মনের মত করে গুছানো।
ট্রেন্ডিরিডারডটকম: আপনি কি আত্নকেন্দ্রিক?
সিনি সিগ্ধা: বলা যতে পারে। আমি আসলে কাজ ছাড়া অযথা কারো সঙ্গে আড্ডা দেওয়া পছন্দ করি না।
ছবি: ফেইসবুক
তানজিল আহমেদ জনি/ জন/ বিনোদন / ১৩ অক্টোবর ২০২১