ভারতের জনপ্রিয় ১০ ওটিটি প্ল্যাটফর্ম

বর্তমানে সারাবিশ্বের বিনোদন গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওভার দ্য টপ মিডিয়া সেবা। সবার কাছে যা সংক্ষেপে ওটিটি প্ল্যাটফর্ম নামে বেশি পরিচিত। পশ্চিমা দেশগুলোর বিনোদন গ্রাহকদের পাশাপাশি ভারতের বিনোদন গ্রাহকদের হৃদয়ও জয় করতে সক্ষম হয়েছে ডিজিটাল বিনোদন সেবার এই নতুন মাধ্যম।

ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে ডিটুএইচ বা ডিরেক্ট টু হোম সেবা গ্রহণের পরিবর্তে সরাসরি ইন্টারনেট ব্যবহার করে একজন গ্রাহক তার পছন্দের বিভিন্ন ওয়েব সিরিজ, ট্রাভেল শো, টক শো, সিনেমা ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর লাইভ স্ট্রিমিং সেবা খুব সহজেই উপভোগ করতে পারেন। তাই ভারতের বিনোদনপ্রেমীদের কাছে ওটিটি প্ল্যাটফর্ম খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

ভারতে যাত্রা শুরুর পর বিনোদন গ্রাহকদের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে এমন ১০টি ওটিটি প্ল্যাটফর্মগুলো সম্পর্কে এবার একটু জেনে নেওয়া যাক।

সনি লিভ

২০১৩ সালের জানুয়ারি মাসে ভারতে অবমুক্ত হয় ভিডিও অন ডিমান্ড সেবা সনি লিভ। যা সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এতে ভারতে সনি এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের মালিকানাধীন সনি টিভি, সনি সাব, সনি টেন, সনি ম্যাক্স, সনি ম্যাক্স ২, সনি পিক্স এবং সনি সিক্স টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন কনটেন্ট উপভোগের সুযোগ রয়েছে।

সনি লিভ এর উল্লেখযোগ্য জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘লাভবাইটস’, ‘ম্যারিড উইম্যান ডাইরিস’, ‘ইউর অর্নার’ ইত্যাদি।

আরে

২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে অবমুক্ত হয় ভিডিও স্ট্রিমিং সেবা অথবা ওটিটি প্ল্যাটফর্ম আরে। যাত্রা শুরুর খুব অল্প সময়ের মধ্যেই ভারতের মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিনোদন গ্রাহকদের কাছে সাড়া ফেলে।

এতে কমেডি ও থ্রিলার সহ বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজ ছাড়াও তথ্যচিত্র, ইনফোটেইনমেন্ট ও মতামত নির্ভর বিভিন্ন কনটেন্ট উপভোগের সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে অডিও সেবা উপভোগের সুযোগ।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘আই ডোন্ট ওয়াচ টিভি’, ‘এ.আই.স্যা- মাই ভার্চুয়াল গার্লফ্রেন্ড’, ‘অফিসিয়াল চৌকিয়াগিরি’, ‘দ্য অ্যাডভেঞ্চারস অব আব্বাস মাস্তান’, ‘এ.আই.স্যা- মাই ভার্চুয়াল গার্লফ্রেন্ড’ – সিজন ২, ‘অফিসিয়াল সিইওগিরি’ ইত্যাদি।

আমাজন প্রাইম ভিডিও

ভারতের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা অথবা ওটিটি স্ট্রিমিং সেবাদানকারী প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমাজন প্রাইম ভিডিও অন্যতম। ২০১৬ সালে ভারতে নিজেদের ভিডিও স্ট্রিমিং সেবা অবমুক্ত করে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন।

শুরুর দিকে শুধুমাত্র ইংরেজি ভাষায় নির্মিত কনটেন্ট উপভোগের সুযোগ থাকলেও বতর্মানে এতে রয়েছে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় নির্মিত বিভিন্ন কনটেন্ট উপভোগের সুযোগ।

এতে বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজ, স্ট্যান্ডআপ কমেডি শো, ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান, সিনেমা ও বিভিন্ন নন-ফিকশন কনটেন্ট উপভোগের সুযোগ রয়েছে।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘মেড ইন হ্যাভেন’, ‘ব্রিথ’, ‘পুষ্পভ্যালি’- সিজন ১, ‘মির্জাপুর’, ‘ফোর মোর শটস প্লিজ!’, ‘আফসোস’, ‘পাতাললোক’ ইত্যাদি।

নেটফ্লিক্স

ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা অথবা ওটিটি স্ট্রিমিং সেবার প্ল্যাটফর্মের মধ্যে নেটফ্লিক্স অন্যতম। ২০১৬ সালে ভারতে নিজেদের ভিডিও স্ট্রিমিং সেবা অবমুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিডিও স্ট্রিমিং সেবাদাতা এই প্রতিষ্ঠান।

এতে রয়েছে রোমান্স, ক্রাইম, ড্রামা ইত্যাদি বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজ ছাড়াও সিনেমা, ডকু সিরিজ উপভোগের সুযোগ। তাই খুব অল্প সময়ের মধ্যে নেটফ্লিক্স বিনোদন গ্রাহকদের কাছে সাড়া ফেলতে সক্ষম হয়।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘স্যাক্রেড গেমস’, ‘সী’, ‘দিল্লী ক্রাইম’, ‘তাজমহল ১৯৮৯’, ‘জামতারা’, ‘সিলেকশন ডে’ ইত্যাদি।

ভুট

২০১৬ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে ভারতের সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও অন ডিমান্ড সেবা ভুট। যা মূলত ভায়াকম এইটিন এর একটি অঙ্গ-প্রতিষ্ঠান।

এতে রয়েছে এমটিভি ইন্ডিয়া, নিকেলোডিওন ইন্ডিয়া ও কালারস টিভি ছাড়াও ভায়াকম এইটিন এর মালিকানাধীন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান ও বলিউডের বিভিন্ন সিনেমা উপভোগের সুযোগ। বর্তমানে ভুট গ্রাহকদের জন্য রয়েছে ইংরেজি, হিন্দি, কান্নারা, মারাঠি, বাংলা, গুজরাটি, তেলেগু ও তামিল ভাষায় বিভিন্ন কনটেন্ট উপভোগের সুযোগ।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ইটস নট দ্যাট সিম্পল’, ‘উটাং’, ‘টাইম আউট’, ‘ইটস নট দ্যাট সিম্পল’- সিজন ২, ‘মারজি’, ‘অসুর’, ‘দ্য রায়কর কেস’ ইত্যাদি।

এএলটিবালাজি

২০১৭ সালের এপ্রিল মাসে ভারতে যাত্রা শুরু করে বালাজি টেলিফিল্ম লিমিটেডের মালিকানাধীন সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও অন ডিমান্ড সেবা এএলটিবালাজি। এতে রয়েছে ড্রামা, কমেডি, রোমান্স, থ্রিলার, ক্রাইম ও থ্রিলার ঘরানা ছাড়াও শিশুতোষ ঘরানার কনটেন্ট উপভোগের সুযোগ। তাই পথচলার খুব অল্প সময়ের মধ্যে সকল শ্রেণির বিনোদন গ্রাহকদের কাছে সাড়া ফেলতে সক্ষম হয় এএলটিবালাজি।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘দেব ডিডি’, ‘দ্য ভার্ডিক্ট- স্টেট ভার্সেস নানাভাতি’, ‘ফিক্সার’, ‘ফিতরাত’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘কোল্ড লাচ্ছি অর চিকেন মাসালা’ ইত্যাদি।

হৈচৈ

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সেবা হৈচৈ। যা বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষার কনটেন্টনির্ভর প্রথম ওভার দ্য টপ প্ল্যাটফর্ম।

এতে রয়েছে ড্রামা, রোমান্স, থ্রিলার, কমেডি সহ বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজ, সিনেমা এবং বিভিন্ন নন-ফিকশন কনেটেন্ট উপভোগের সুযোগ। তাই যাত্রা শুরুর খুব অল্প সময়ের মধ্যেই বাঙ্গালী বিনোদন গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে হৈচৈ।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ব্যোমকেশ’, ‘পাঁচফোড়ন’, ‘পাপ’, ‘ঢাকা মেট্রো’, ‘শব্দজব্দ ইত্যাদি।

জিফাইভ

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের ১৮টি আঞ্চলিক ভাষার কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করে এসেল গ্রুপ পরিচালিত ভিডিও অন ডিমান্ড সেবা জিফাইভ। যা মূলত জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের একটি ভর্তুকি প্রতিষ্ঠান।

সম্প্রতি জিফাইভ তাদের বিনোদন গ্রাহকদের জন্য চালু করেছে ‘জিফাইভ ক্লাব’ সেবা। এতে রয়েছে টেলিভিশনে প্রচারের আগেই জিফাইভ ও এএলটিবালাজি নির্ধারিত জনপ্রিয় বিভিন্ন টেলিভিশন শো উপভোগের সুযোগ। সঙ্গে রয়েছে ৯০টির বেশি লাইভ টেলিভিশন চ্যানেল উপভোগ করার সুযোগ।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘টেবিল নম্বর ফাইভ’, ‘দ্য ফাইনাল কল’, ‘রংবাজ’, ‘কালি’, ‘লালবাজার’ ইত্যাদি।

এমএক্স প্লেয়ার

২০১৯ সালের ফ্রেবুয়ারি মাসে নিজেদের অরিজিনাল কনটেন্ট নিয়ে ভারতে যাত্রা শুরু করে ভিডিও স্ট্রিমিং সেবা এবং ভিডিও অন ডিমান্ড প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ার। এর উন্নয়নে কাজ করেছে এমএক্স মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

এতে রয়েছে ফিল্মরাইজ, সোনার এন্টারটেইনমেন্ট, স্ক্রিন মিডিয়া ফিল্মস, গোল্ডমাইন, হাঙ্গামা, সিমারো, প্যারামাউন্ট পিটচার্স এবং সনি এন্টারটেইনমেন্টের মত জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয় সব কনটেন্ট উপভোগের সুযোগ।

এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘আফাত’, ‘হ্যালো মিনি’, ‘কুইন’, ‘এক থি বেগম’ ইত্যাদি।

ডিজনি+হটস্টার

২০১৫ সালের ফ্রেবুয়ারি মাসে যাত্রা শুরু করে স্টার ইন্ডিয়ার ভিডিও স্ট্রিমিং সেবা অথবা ওটিটি স্ট্রিমিং সেবা হটস্টার। কিন্তু চলতি বছরের ৩রা এপ্রিল ভারতে নিজেদের ব্যবসা আরো সম্প্রসারণ করার অংশ হিসেবে হটস্টারের সঙ্গে যুক্ত হয় ডিজনি। তাই হটস্টার ভারতের বিনোদন গ্রাহকদের কাছে ডিজনি+হটস্টার নামে অবমুক্ত হয়। এর তত্তাবধায়নে রয়েছে স্টার ইন্ডিয়া। যা দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়ার বিনিয়োগকৃত একটি প্রতিষ্ঠান।

এতে রয়েছে দেশীয় বিভিন্ন অনুষ্ঠান উপভোগের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং জনপ্রিয় সব নতুন বিদেশি চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ উপভোগের সুযোগ। এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘আরিয়া, ‘ক্রিমিনাল জাষ্টিস, ‘হোস্টেজেস, ‘সিটি অব ড্রিমস’ ইত্যাদি।

উল্লেখ্য যে, প্রতিটি ভিডিও স্ট্রিমিং সেবা অথবা ওটিটি প্ল্যাটফর্মের জন্য রয়েছে নির্ধারিত মূল্যের বিভিন্ন ধরনের নিজস্ব সাবস্ক্রিপশন প্ল্যান। যেখান থেকে নিজের পছন্দমাফিক সাবস্ক্রিপশন প্ল্যান গ্রহণ করলেই মিলবে পছন্দমাফিক ওটিটি দুনিয়ার বিনোদন সেবা।

তানজিল আহমেদ জনি/৯ অক্টোবর ২০২০/ তথ্য প্রযুক্তি/বিনোদন

You may also like...