অনুষ্ঠিত হলো ওয়েব ফিল্ম ‘জাহানারা’র প্রিমিয়ার শো

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো ওয়েব ফিল্ম `জাহানারা’র প্রিমিয়ার শো। উক্ত অনুষ্ঠানে ওয়েব ফিল্মের সঙ্গে সম্পৃক্ত সকল শিল্পী-কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত প্রিন্ট ও অনলাইনের বিনোদন সাংবাদিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

একটি জেলে পল্লী ও এর অগ্রযাত্রায় এক নারীর ভুমিকাকে উপজীব্য করে আবর্তিত হয়েছে ‘জাহানারা’ ওয়েব ফিল্মের কাহিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কাহিনিকার সুদীপ্ত সাইদ খানের সংলাপে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন।

ওয়েব ফিল্মে জুটিবেধেঁ অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা সজল নূর ও আমেরিকান প্রবাসী নবাগত অভিনেত্রী সাজিয়া হক মিমি। ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিমি। আর একজন শিক্ষক হিসেবে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সজল নূর।

‘জাহানারা’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে অনন্য মামুন বলেন,

একটি জেলে পল্লী ও এর অগ্রযাত্রায় এক নারীর ভূয়সী ভুমিকা নিয়ে জাহানারার গল্প। আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। আশা করি দর্শকরা জাহানারাকে লুফে নিবে।’

পোষ্টার : ‘জাহানারা’ ওয়েব ফিল্ম

‘জাহানারা’ ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত ঢাকাই ওয়েব ফিল্মে অভিষিক্ত হলেন সাজিয়া হক মিমি। এ প্রসঙ্গে তিনি বলেন,

গল্পটা আমার শোনার পরেই খুব ভালো লেগেছে। ওয়েব ফিল্মে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। পরিচালক অনন্য মামুনের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি সকল শ্রেণির দর্শকদের এই ওয়েব ফিল্মটি ভালো লাগবে।’

অন্যদিকে এই ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে সজল নূর বলেন,

জাহানারা আমাদের অনেক কষ্টের একটি ফল। প্রিমিয়ার দেখে অনেকেই প্রশংসা করেছেন। এটা সতিই ভালো লাগার। আমার প্রত্যাশা সর্বস্তরের দর্শকরাও এটি পছন্দ করবে বলেই আমি বিশ্বাস করি।’

ওয়েব ফিল্মে সজল নূর ও সাজিয়া হক মিমি এই জুটি ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন শাকিলা পারভিন, প্রান রয় প্রমুখ।

অন্যদিকে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহনের পর দেশীয় কোন ওটিটি প্ল্যাটফর্মে ‘জাহানারা’ ওয়েব ফিল্মটি  মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

জাহানারা ওয়েব ফিল্মটি ক্রিয়েটিভ মিডিয়া ভিশন ( বিডি ) এর প্রথম প্রোডাকশন।

তানজিল আহমেদ জনি / জন/ বিনোদন / ২৬ জানুয়ারি ২০২২

You may also like...